মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ৭ মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ আর অলিখিত সর্বশ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধু জানতেন, মানুষের অর্থনৈতিক মুক্তি না হলে রাজনৈতিক মুক্তিতে মানুষের পেট ভরবে না। এ কারণেই স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন, অহংকার।
সোমবার সন্ধ্যায় জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলানায়তনে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনে তেল-পানি থাকে না। নাট-বল্টু খুলে পড়ে। ষড়যন্ত্রবাদীরা প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়। নির্বাচনকে বানচাল করে কাউকে ক্ষমতায় আনতে চায়। তারা চায় অনির্বাচিতরা ক্ষমতায় আসুক। কিন্তু তা হতে দেওয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা কেএসএনএম জহুরুল ইসলাম খান, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com