অর্ণবের ‘হোক কলরব’ গানের গীতিকার রাজীব আশরাফ মারা গেছেন

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

জনপ্রিয় গায়ক শায়ান চৌধুরী অর্ণব। তার গাওয়া অন্যতম শ্রোতাপ্রিয় গান ‘হোক কলরব’। এ গানের গীতিকার রাজীব আশরাফ মারা গেছেন।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজীব আশরাফের বড় বোন আয়েশা বেগম এসব তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) রাতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজীব আশরাফকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

আজ বাদ আসর রাজধানীর মিরপুর-১২ নান্নু মার্কেট-এর পাশে অবস্থিত বাইতুল এথেরাম মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর-১১ নাম্বার জান্নাতুল মাওয়া কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

অর্ণবের গাওয়া বেশ কিছু গানের রচয়িতা রাজীব আশরাফ। এ তালিকায় রয়েছে— ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’ প্রভৃতি।

 

চলচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমায় অর্ণব কণ্ঠে তুলেন ‘বোকা চাঁদ’। এ গানের রচয়িতাও রাজীব আশরাফ। মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল প্রযোজিত প্রায় সব টেলিফিল্মের গান লিখেছেন রাজীব আশরাফ।

গান লেখার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপনও বানিয়েছিলেন। বাংলাদেশ গেমসের জন্য নির্মাণ করেছিলেন তথ্যচিত্র। তার লেখা কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’।