আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায়, অমৃত লাল দে মহাবিদ্যালয় বরিশাল এর আয়োজনে। কলেজ প্রাঙ্গণে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অমৃত লাল দে মহাবিদ্যালয় সুভাষ চন্দ্র পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অমৃত গ্রুপ অফ কোম্পানি বিজয় কৃষ্ণ দে, ম্যানেজিং কমিটির সদস্য ভানু লাল দে, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসাইন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অমৃত লাল দে মহাবিদ্যালয় টুলু রানী কর্মকার, সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ দুলাল চন্দ্র মজুমদারসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
সকালে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অমৃত লাল দে মহাবিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। এ সময় তার সাথে অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা লৌহ গোলক নিক্ষেপ করার মধ্য দিয়ে সাত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com