অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস

লেখক:
প্রকাশ: ৬ years ago
আবহাওয়া অধিদফতর

আজ (বুধবার) দিবাগত রাত ১টা থেকে পরবর্তী ৮/৯ ঘণ্টা পর্য়ন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদীর অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। যার ফলে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা কোথাও কোথাও তার চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য রাজধানীসহ সারাদেশের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

মাদারীপুর, গোপালগঞ্জ, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৩৫ ও সূর্যাস্ত যাবে ৬টা ৪৩ মিনিটে।