অভিযান শেষে ম্যাজিস্ট্রেটের আবেগঘন স্ট্যাটাস

:
: ৪ years ago

রাসেল ইকবাল

যাদের আজ রাস্তা থেকে বাড়ি পাঠাচ্ছি, তাদেরই মেলা বসুক এই হাঁটে, আড্ডা জমুক চা-দোকানগুলোতে, আসুক সেদিন, আসুক সুদিন। এভাবেই মোবাইল কোর্ট শেষে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। নিচে পাঠকদের জন্য তার স্টাটাসটি তুলে ধরা হলো………….

বৈশ্বিক মহামারী ও প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধের উদ্দেশে জনসচেতনতা তৈরি, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসমাগম বন্ধের লক্ষ্যে বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান স্যারের নির্দেশনায় আজ ০৯.০৪.২০২০ তারিখ বিকাল ৩ঃ০০ ঘটিকা থেকে ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত মেহেন্দীগঞ্জ উপজেলার দাদপুর, ফেরীঘাট ও পাতারহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। অভিযানকালে নিষেধ থাকা সত্ত্বেও এসব এলাকায় চা দোকান ও অন্যান্য কিছু দোকান খোলা অবস্থায় পাওয়া যায়।সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে জনস্বাস্থ্যবিরোধী অপরাধ করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক চারটি দোকানকে পৃথক চারটি মামলায় মোট ৪০০০টাকা জরিমানা করা হয়। তাছাড়া কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় আড্ডা ও জনসমাগম ভেঙে দেয়া হয়। এসময় করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচলের প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত জনগণকে সচেতন করা হয়।যেখানেই অহেতুক চলাচল ও কিছুটা জনসমাগম দেখা গেছে তাদেরকে ডেকে পরবর্তিতে আইনানুগ শাস্তির বিষয়ে সতর্ক করে বাসায় চলে যাবার নির্দেশ দেয়া হয় এবং আবশ্যকীয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়।

লেখকঃ রাসেল ইকবাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন , বরিশাল।