মাগুরার শালিখায় উপজেলার সিংড়া বাজার এলাকা থেকে চার ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাগুরার প্রিন্স হোসেনের স্ত্রী রিমি ইয়াসমিন (৩৪), সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামের মো. কুদ্দুস আলীর স্ত্রী মোছা. হাসিনা বেগম (৪১), মালন্দ গ্রামের শ্রী সুকান্ত কুমারের ছেলে শ্রী উত্তম কুমার ও শালিখা উপজেলার বাকল বাড়িয়া গ্রামের শরৎ চন্দ্র রায়ের মেয়ে কল্পনা রায় (৩৮)। শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মো. রবিউল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, ঢাকা মেট্রো চ-৫১-৩৮৯৭ নম্বরের গাড়ি ব্যবহার করে সিংড়া বাজার এলাকায় আটককৃতরা বিভিন্ন ওষুধের দোকানে হুমকি-ধামকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করছিলেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। বুধবার সকালে মাগুরা জজ কোর্টে তাদের হাজির করা হবে। এ ব্যাপারে শালিখা থানায় একটি প্রতারণা মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com