অভিনেত্রী বাঁধন পেলেন কন্যার অভিভাবকত্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আইনি লড়াইয়ে সন্তানের অভিভাবকত্ব ফিরে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার ঢাকার দ্বাদশ সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক ইসরাত জাহান তার একমাত্র কন্যাসন্তান মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব বুঝিয়ে দিয়েছেন বাঁধনকে।

রায় ঘোষণার সময় বাঁধনের সাবেক স্বামী মাশরুর সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন না।

আদেশে বিচারক বলেছেন, কন্যাশিশুর অভিভাবক হচ্ছেন মা। মায়ের জিম্মায় মেয়ে থাকবে। কন্যার সর্বোত্তম মঙ্গলের জন্য মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। বাবা মাসে কেবল দু’দিন মায়ের বাড়িতে গিয়ে মায়ের উপস্থিতিতে মেয়েকে দেখতে পারবেন।

এ ছাড়া কন্যাশিশুকে নিয়ে মা দেশের বাইরেও যেতে পারবেন বলে রায়ে বলা হয়। সায়রার পাসপোর্টটি তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী বাঁধন ও মাশরুর সিদ্দিকী। চার বছর পর ২০১৪ সালের ২৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

গত বছর আগস্টে বাঁধন অভিযোগ করেন, তার স্বামী সন্তানকে নিয়ে গেছেন এবং জোরপূর্বক কানাডায় নিয়ে যেতে চাইছেন। তাই আইনের আশ্রয় নিয়েছেন তিনি।