অভিনেত্রী দেবশ্রীর মা মারা গেছেন

লেখক:
প্রকাশ: ২ years ago

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের মা মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরতি রায়। তার বয়স হয়েছিল ৯২ বছর।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেবশ্রী রায় বলেন—‘বুঝতেই পারিনি, মা কখন চলে গেলেন। মায়ের জন্যই আমার অভিনেত্রী হয়ে ওঠা। মা ছাড়া তো আমার কোনো অভিপ্রায় ছিল না অভিনেত্রী হওয়ার। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া মায়ের বিশেষ কোনো রোগ ছিল না। আমরা তিন বোন মায়ের পাশেই ছিলাম, তাই খুব শান্তিতে গিয়েছেন মা।’

মায়ের ইচ্ছাপূরণ করতে এক সময় চলচ্চিত্রে নাম লেখান দেবশ্রী। তাকে নাচ শেখানো থেকে শুরু করে অভিনয়ে অনুপ্রেরণা জোগানোর পেছনে ছিলেন আরতি রায়। ক্যারিয়ার শুরু দিনগুলোতে মা আরতির হাত ধরে স্টুডিওপাড়ায় যেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী।

উল্লেখ্য, আরতি রায়ের মেয়ে কৃষ্ণা মুখার্জি (দেবশ্রীর বোন); তার মেয়ে বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। পরিবার সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে কলকাতায় যেতে পারছেন না কৃষ্ণা মুখার্জি।