রাজধানীর যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারের ঢালে গত শনিবার গ্রিন লাইন পরিবহনের চালক গাড়ি তুলে দিয়েছিলেন প্রাইভেটকার চালক রাসেল সরকারের বাম পায়ের ওপর। বর্তমানে পিআর এনার্জির চালক রাসেল অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। কিছু দিন স্থিতিশীল থাকার পর শনিবার থেকে আবার তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তার বাম পা থেকে রক্তক্ষরণ শুরু হয়। এরপর আবারো তার পায়ে অস্ত্রপচার করা হয়েছে।
রাসেলের ভাই আরিফ সরদার বলেন, শুক্রবার থেকে যন্ত্রণায় কাতরাচ্ছেন রাসেল। এরপর আবার তার পায়ে অস্ত্রোপচার করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারও উদ্বিগ্ন। গ্রিন লাইন কর্তৃপক্ষ কোনো ধরনের সহায়তা করেনি। তারা চিকিৎসার কোনো খোঁজও নিচ্ছে না।
পেছন থেকে প্রাইভেটকারকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করলে গ্রিন লাইনের চালক কবির হোসেন ক্ষুদ্ধ হয়ে রাসেলের পায়ের ওপর গাড়ি তুলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে দুই তরুণ চার কিলোমিটার তাড়া করে কবিরকে পুলিশের হাতে ধরিয়ে দেন। এরপর এ ঘটনায় দায়সারা মামলা নেয় পুলিশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com