টানা দশম বাজেট উপস্থাপনার মাধ্যমে অবসর নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (৪ জুন) অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ৭ জুন জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি।
এ বাজেট উপস্থাপনের ফলে টানা দশবার এবং সব মিলে ১২ বার বাজেট উপস্থাপন করছেন, আরও বাজেট উপস্থাপনের ইচ্ছা রয়েছে কি-না এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আমি এবারে রিটায়ারমেন্টে যাব।
প্রধানমন্ত্রী চাইলে আবার অর্থমন্ত্রী হবেন কি-না এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত পার্টির ‘নো ওয়ান হ্যাজ আক্সড মি।’
আগামী নির্বাচনের প্রার্থী হচ্ছেন কি-না জানতে চাইলে মুহিত বলেন, প্রার্থী হচ্ছি না, তবে পার্টি যদি বলে তাহলে করতে হবে।
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি জন্ম নেয়া মুহিত ৬০ বছরের বেশি কর্মজীবন পার করেছেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেয়ার পর তখনকার পাকিস্তান এবং পরে স্বাধীন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮২-৮৩ সালে তৎকালীন এরশাদ সরকারে প্রথমবারের মতো অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে আসেন মুহিত। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান তিনি, যা এখনও সামলানোর দায়িত্ব তার কাঁধেই।