অবসর নিলেন ব্রাজিলের কোচ

:
: ২ years ago

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ লুইস ফেলিপি স্কলারি অবসর ঘোষণা করেছেন। রোববার তিনি এই অবসর ঘোষণা করেন। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ লিগের দল অ্যাথলেটিকোর কোচের দায়িত্ব পালন করছিলেন ৭৪ বছর বয়সী এই কোচ। শেষ রাউন্ডের ম্যাচে তার দল ৩-০ গোলে হারায় বোটাফোগোকে। এই ম্যাচ থেকেই তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এই জয়ে অ্যাথলেটিকো ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান নিশ্চিত করে। পাশাপাশি নিশ্চিত করে কোপা লিবার্তোদোরেসে খেলা।

বিদায় সংবর্ধনায় স্কলারি বলেন, ‘ফুটবল ছিল আমার জীবন। ফুটবলকে ঘিরেই আমার জীবনের অধ্যায় অতিবাহিত হলো। আমি এই অধ্যয়টা ভালোভাবেই শেষ করতে পেরেছি।’

কোচিং পেশা থেকে তিনি অবসর নিলেও আগামী মৌসুমে অ্যাথলেটিকোর নির্বাহী পদে আসতে পারেন তিনি।

স্কলারির তত্ত্বাবধানে ২০০৪ সালে পর্তুগাল ইউরোর ফাইনালে উঠেছিল। যদিও ফাইনালে গ্রিসের কাছে হেরেছিল পর্তুগাল। ২০০২ সালে তার নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এছাড়া তার তত্ত্বাবধানে ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল।