অবসরপ্রাপ্ত পুলিশ পরিবারে রেশনপ্রথা

লেখক:
প্রকাশ: ৫ years ago

অবসর জীবনে বাংলাদেশে বাড়তি কাজ করে অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ খুব কম। এমন অবস্থায়, অবসরপ্রাপ্ত সকল পুলিশ পরিবার রেশন সুবিধার আওতায় এলে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে। অবসর জীবনের আগমুহূর্ত পর্যন্ত পুলিশ সদস্যরা যে প্রতিজ্ঞা ও জাতির প্রতি যে দায়িত্বের ভার কাঁধে নিয়ে কাজ করেন তা সব সময় ঝুঁকিপূর্ণ।

২০১৮ সালের শেষের দিকে অবসরপ্রাপ্ত পুলিশদের নামের তালিকা প্রতি জেলার পুলিশ সুপার অফিস থেকে পুলিশ সদর দপ্তর, ঢাকা জমা নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা অনুমোদন হয়নি। অন্য বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের রেশনপ্রথা প্রচলিত রয়েছে। শুধু পুলিশবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা এই রেশনপ্রথা থেকে বঞ্চিত।

পরিশেষে, সকল পুলিশ পরিবারের কথা বিবেচনা করে তাদের অবসরজীবনে পরিবার ও পরিজন নিয়ে যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন, এজন্য রেশন সুবিধা চালু করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

এম এম আহসান হাবীব

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নি.),

উত্তর পটুয়াপাড়া, নাটোর