খেলাধুলা এখন আর নিছক বিনোদন নয়। খেলার সঙ্গে অর্থ, প্রযুক্তি অনেক কিছুই জড়িত। ফলে মাঠের খেলার সঙ্গে বিশ্লেষণও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এতদিন স্থায়ী ভিত্তিতে ছিল না কোনো পারফরম্যান্স এনালিস্ট। অথচ ক্রিকেট বোর্ডে এনালিস্ট কাজ করছেন প্রায় দুই যুগ ধরে। বিসিবিতে এনালিস্টের সংখ্যা এখন সাত জনের বেশি।
২০২৫ সালে অবশেষে বাফুফে পারফরম্যান্স এনালিস্ট নিয়োগ দিয়েছে। বুয়েটের সাবেক শিক্ষার্থী ও ক্লাব পর্যায়ে পারফরম্যান্স এনালিস্ট হিসেবে কাজ করা নাসিফ ইসলাম এখন বাফুফের নব নিযুক্ত পারফরম্যান্স এনালিস্ট। আগামী এক বছর জাতীয় পুরুষ, নারী দলের সঙ্গে কাজ করবেন তিনি।
এর আগে নাসিফ বাফুফেতে দুই মেয়াদে খন্ডকালীন কাজ করেছেন। দুই বারই অনূর্ধ্ব-২৩ দলে নাসিফকে পারফরম্যান্স এনালিস্ট হিসেবে কাজে লাগিয়েছিলেন কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু। বয়সভিত্তিক জাতীয় দল ছাড়াও নাসিফ সাইফ স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবে এনালিস্ট হিসেবে কাজ করেছিলেন।
৫ আগস্ট পরবর্তী সময়ে শেখ জামাল ফুটবল থেকে নাম প্রত্যাহার করে। এরপর আর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু নাসিফকে ভিডিও অ্যানালিস্ট হিসেবে যুক্ত করেছেন।
১ জানুয়ারি বাফুফে এএফসির কাছে কোচদের তালিকা প্রেরণ করেছে। এদের সম্মানী এএফসি ফান্ড থেকে প্রদান করবে ফেডারেশন। এএফসিতে পারফরম্যান্স এনালিস্ট নাসিফকে সহকারী কোচ হিসেবেও দেখানো হয়েছে। তার এএফসি বি লাইসেন্স কোচিং ডিগ্রিও রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com