অবশেষে সিটি মেয়রের নির্দেশে টিসিবির পণ্য পাচ্ছেন সাংবাদিকরা

লেখক:
প্রকাশ: ২ years ago

গতকাল দৈনিক আজকের বার্তাসহ বরিশালের বিভিন্ন পত্রিকায় “নগরীতে টিসিবির পণ্য পাচ্ছেন না সাংবাদিকরা” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র।
তিনি গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সাথে দেখা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে আজ থেকে (মঙ্গলবার) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে পূর্বের ন্যায় নিয়মিত টিসিবির পণ্যবাহী গাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ প্রদান করেন।
পাশাপাশি নগরীর ৩০ ওয়ার্ডের গড়িয়ারপার এলাকার সেতুবন্ধন ক্লাব সংলগ্ন স্থানেও টিসিবির পণ্যবাহী গাড়ি প্রেরণের নিদের্শ দেন। এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সিটি মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশালের সাংবাদিক এবং সংশ্লিষ্টরা।