অবশেষে শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহে

:
: ৭ years ago

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন চন্ডিকা হাথুরুসিংহে।  আর জানুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।   তখন বাংলাদেশের প্রতিপক্ষ শিবিরের কোচ থাকবেন হাথুরু।

এদিকে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এক বিবৃতিতে লঙ্কান বোর্ড জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার কোচ হিসেবে কাজ শুরু করবেন হাথুরু। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন মিশন শুরু করবেন তিনি।

গত অক্টোবরে হঠাৎই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন হাথুরু। এরপরই গুঞ্জন উঠে, শ্রীলঙ্কার কোচ হচ্ছেন তিনি। কেউ বলছিলেন, অস্ট্রেলিয়ান একাডেমির কোচ হিসেবে যোগ দিতে পারেন বাংলাদেশ সাবেক কোচ। অবশেষে নিজ দেশ লঙ্কাতেই থিতু হলেন।