অবশেষে ভারত যাচ্ছেন সাবিনা-কৃষ্ণা

লেখক:
প্রকাশ: ৭ years ago

প্রথমবারের মতো ভারতের নারী ফুটবল লিগে খেলার ডাক পেয়েছিলেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অনুর্ধ্ব ১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। কিন্তু ভিসা জটিলতায় তাদের ভারত যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বাংলাদেশ মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন, ‘তাদের দু’জনের ভারত যাওয়া নির্ভর করছে ভারতীয় মন্ত্রনালয়য়ের অনুমোদনের উপরে।’ সাবিনা-কৃষ্ণা সেই অনুমোদন পেয়ে গেছেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের ভিসা পাওয়ার খবর নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বিজ্ঞপ্তিতে জানানো হয়,  সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে ভিসার ব্যবস্থা করেছেন হাইকমিশনার।

ভারতে যাওয়ার সুযোগ প্রায় হাতছাড়াই হতে বসেছিল তাদের দু’জনের। তাই প্রথমবারের মতো ভারতের লিগ খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন তারা দু’জন। এই দুই নারী ফুটবলারই ভারতের তামিলাড়ুর ক্লাব সেথু এএফসি’র হয়ে খেলবেন। আজ রোবরার ভারতের ওই মহিলা ফুটবল লিগ শুরু হয়েছে। এর আগে মালদ্বীপের মহিলা লিগে খেলার অভিজ্ঞতা আছে সাবিনার।