বেশ কিছুদিন ধরেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যেখানে রহস্যজনক দুটি প্রাণীকে দেখা যায়।
অনেকেরই ধারণা ছিল, প্রাণীগুলো হয়তো এলিয়েন। আর অবশেষে সেই ‘হয়তো’র উত্তর পাওয়া গেছে।
ভারতের ভাইজাগে এই রহস্যজনক প্রাণী দুটির দেখা পাওয়া যায়। যাদের ভিডিও করা হয়। আর সেই ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। বন দফতর বিভাগের কর্মীরা পরে এই দুটি সাদা শিশু পেঁচাকে উদ্ধার করে। হ্যাঁ, সাদা শিশু পেঁচা। যাদেরকে ঘিরেই এত হইচই।
এ ব্যাপারে বন দফতরের কর্মীরা নিশ্চিত করে জানান ‘Barn owl’ প্রজাতির পেঁচা এগুলো।
কোনও এলিয়েন বা অবাঞ্ছিত অতিথি নয়। কিন্তু তাদের আকৃতিই যেন তাদেরকে রহস্যজনক করে তুলেছে। এর বিজ্ঞানসম্মত নাম ‘Tyto alba’.
খবর পেয়ে বন দফতরের কর্মীরা হাজির হয়ে তাদের উদ্ধার করে। পরে তাদের Indira Gandhi Zoological Park (IGZP) এ তুলে দেওয়ার কথাও জানানো হয়। একটি সংবাদমাধ্যমকে ডিস্ট্রিক্ট ফরেস্ট রেঞ্জার পি আঞ্জনেয় রাজু জানান, এগুলো শিশু পেঁচা।