অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে ন্যান্সি

লেখক:
প্রকাশ: ৩ years ago

অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। গত মাসে হয় আংটি বদল।

এবারের পাত্র মেহেদী মহসীন একজন গীতিকবি এবং দেশের খ্যাতনামা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও)।

পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি ও গীতিকার মহসীন মেহেদীর। আগস্ট মাসে হয়েছে তাদের বিয়ে। তবে তারিখ জানাতে চাননি এ কণ্ঠশিল্পী।

তিনি সাংবাদিকদের বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। ইচ্ছা ছিল বিয়ের আয়োজন করার। কিন্তু কোভিডের কারণে আয়োজন করা হলো না।’

ন্যান্সি আরও জানান, ঢাকাতে বাসা নিয়েছেন তারা। বিয়ের পর নতুন দম্পতি সেখানেই থাকবেন।

প্রসঙ্গত, গীতিকবি মেহেদী মহসীনের লেখা গানে কণ্ঠও দিয়েছেন ন্যান্সি। শেষ ২০২০ সালের ৩০ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে মহসীনের লেখা ‘এমন একটা মন’ নামে ন্যান্সির গাওয়া গান।