নাচের ছন্দে উঁকি দিচ্ছিল দীপিকার পেট। তবে গানের সেই দৃশ্যে তিনি রাজপুত রানি পদ্মিনী। আর তাই 'পদ্মাবত'-এর 'ঘুমর' গান আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণি সেনার কাছে। রাজপুত রানি কখনওই সকলের সামনে এভাবে শরীর দেখিয়ে নাচতে পারেন না। যার ফলে সিনেমা থেকে দৃশ্যটি কেটে বাদ দিতে বলে সেন্সর বোর্ডও।
কিন্তু সিনেমার মাঝ থেকে এই অংশটি বাদ দিলে সামঞ্জস্য থাকে কীভাবে, তাই নিয়ে বেশ বিপদেই পড়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। অবশেষে উন্নতমানের গ্রাফিক্সের সাহায্য নেন পরিচালক। সেই গানের দৃশ্যে পোশাকের অংশ নাকি বাড়িয়ে দিয়েই নাকি রানির পেট ঢেকেছেন পরিচালক। পরিবর্তিত দৃশ্যে গানটি নতুন করে প্রকাশ্যে আনা হয়েছে।
প্রথমে প্রকাশ পাওয়া 'ঘুমর' গানের দৃশ্য, যেখানে উন্মুক্ত রয়েছে দীপিকা পাড়ুকোনের পেট-
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com