অবশেষে উইন্ডিজে সুন্দর সকাল বাংলাদেশের

লেখক:
প্রকাশ: ৬ years ago

জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। মিরাজ পেয়েছেন ৯৩ রানে ৫ উইকেট। আবু জায়েদ নিয়েছেন ৩৮ রানে ৩ উইকেট

‘উজ্জ্বল এক সকাল’—স্যাবাইনা পার্কে এভাবেই জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনকে স্বাগত জানালেন ধারাভাষ্যকারেরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ, উজ্জ্বল সকালটা শুধু তাদের জন্যই বরাদ্দ বলতে হবে। আগের দিনের ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ আজ বাকি ৬ উইকেটে ৫৯ রান যোগ করতে পেরেছে। অলআউট হয়েছে ৩৫৪ রানে।

আজ শুরু থেকেই আবু জায়েদকে কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তরুণ পেসার। দিনের তৃতীয় ওভারে জায়েদের লাফিয়ে ওঠা বলে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচ হয়ে ফেরেন আগের দিনের ৮৬ রানে অপরাজিত হেটমায়ার। এরপরই শুরু ক্যারিবীয় ব্যাটসম্যানদের যাওয়া-আসা। খানিক পর জায়েদ ফেরান রোস্টন চেজকেও (২০)। কাল দারুণ বোলিং করা মেহেদী হাসান মিরাজ ১০৭তম ওভারে পরপর দুই উইকেট তুলে নিলে ৭ উইকেটে ৩১৮ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হুট করে হয়ে যায় ৯ উইকেটে ৩১৯। হ্যাটট্রিক না হলেও ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট পেয়েছেন এই তরুণ অফ স্পিনার।

সকাল সকাল ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারানো উইন্ডিজের অলআউট হওয়া যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখন শেষ উইকেটে হোল্ডার-গ্যাব্রিয়েল জ্বালাতে শুরু করলেন বাংলাদেশকে। এই জুটিতে যোগ করা ৩৫ রানের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের স্কোর সাড়ে তিন শ পার হয়। গ্যাব্রিয়েলকে বোল্ড (১২) করে গলার কাঁটাটা নামিয়ে ফেলেন আবু জায়েদ। অ্যান্টিগায় অভিষেক টেস্টে ভালো করার পর ২৪ বছর বয়সী পেসার ধারাবাহিকতা ধরে রাখলেন জ্যামাইকাতেও। আজও পেয়েছেন ৩ উইকেট।

অ্যান্টিগা টেস্টে বাজে খেলার পর ওয়েস্ট ইন্ডিজে স্বস্তির একটা সকাল খুঁজে পাওয়া কঠিনই হচ্ছিল বাংলাদেশের। আজ সেটির খোঁজ পেল তারা। ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুঁড়িয়ে দেওয়ার পর বিনা উইকেটে ১০ রান তুলে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। চলতি সফরে এই প্রথম একটা সেশন কাটাল বাংলাদেশ, যেখানে শুধুই তাদের দাপট। এখন সেটি ধরে রাখাই হবে সাকিবদের মূল চ্যালেঞ্জ।