অপেক্ষার ইতি টানলেন রোনালদো

লেখক:
প্রকাশ: ৭ years ago

অবশেষে ৭ ম্যাচ পর ক্রিশ্চিয়ানো রোনালদোর অপেক্ষার অবসান হল। দেখা পেলেন সেই কাঙ্খিত গোলের।

আর তার গোলে ভর করে গেটাফের মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় এবারের মৌসুমে নিষেধাজ্ঞার কারণে প্রথম চারটি লিগ ম্যাচে খেলতে পারেননি রোনালদো। ফিরে এসে টানা তিন ম্যাচ গোলখরায় ভোগেন। রিয়াল ক্যারিয়ারে লা লিগায় আর কখনোই এমন ভুলে থাকার মতো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি সিআর সেভেনকে।

গোলে ফিরলেও গোলপোস্টের সামনে থেকে অবিশ্বাস্যভাবে গোল মিসও করেছেন ৩২ বছর বয়সী রোনালদো। প্রথমার্ধের ছয় মিনিট আগে লিড এনে দেন করিম বেনজেমা। ৫৬ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড জর্জ মোলিনো।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান রোনালদো। ইস্কোর পাস থেকে গোলপোস্টের ডান প্রান্ত থেকে নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

ঘরের মাঠে শেষ পর্যন্ত আর ম্যাচ ফেরা হয়নি গেটাফের। স্বস্তির পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

শিরোপা ধরে রাখার মিশনে মৌসুমের শুরুটা নিজেদের মতো হয়নি রিয়ালের। ৮ ম্যাচ শেষে দুই ড্র ও একটি ম্যাচ হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে সেভিয়া (৮ ম্যাচে ১৬) হেরে যাওয়াতে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কসরা। এক ম্যাচ কম খেলে সমান ১৫ পয়েন্টে যথাক্রমে চার ও পাঁচে ভ্যালেন্সিয়া ও অ্যাতলেতিকো ‍মাদ্রিদ। টানা সাত জয়ে সবার উপরে বার্সেলোনা।