মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে অপারেশন জ্যাকপট নামে একটি ছায়াছবি। স্বাধীনতা যুদ্ধের নৌ-কমান্ডো অভিযান তুলে ধরা হবে ছবিটিতে।
রোববার সংসদ ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মুক্তিযুদ্ধমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম সভায় উপস্থিত ছিলেন।
দেশি বিদেশি কোন কোন ব্যক্তি এ চলচ্চিত্র নির্মাণে সম্পৃক্ত থাকবেন এবং চলচ্চিত্রটিতে কোন কোন বিষয় তুলে ধরা হবে তার উপর একটি ভিডিও সভায় উপস্থাপন করা হয়।
সভায় আগামী ১৬ আগস্ট চলচ্চিত্রটি নির্মাণের উপর একটি মহরত অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
নৌ-পরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com