রাঙামাটি জেলার সাজেকের শিজকছড়া থেকে অপহরণ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের মাস্টার্স শিক্ষার্থী দিপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৬ ঘণ্টা পর বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অতুলাল চাকমা জানান, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, অপহৃত দিপিতা চাকমাকে সাজেক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে দিপিতা চাকমার সঙ্গে তার বাবা-মা আছেন। তাদের সাজেক থানায় নিয়ে আসা হচ্ছে।
বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় আজ দুপুর ১টার দিকে সাজেকের শিজকছড়া এলাকা থেকে পাহাড়ি দুর্বৃত্তরা দিপিতা চাকমাকে তুলে নিয়ে যায়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com