কক্সবাজারের রামু থেকে অপহরণ হওয়া তিন বছর বয়সী এক শিশুকে চার ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।
রোববার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর নতুন রেলস্টেশন এলাকা থেকে শিশুসহ অপহরণকারী মো. শরীফকে (৩৩) গ্রেফতার করা হয়। শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার মো. বাবুল মিয়ার ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, শিশুর মা-বাবা দু’জনই কক্সবাজার রামু থানার ফকিরাবাজার একটি ভাড়া বাসায় থাকতেন। তারা একই সঙ্গে পার্শ্ববর্তী একটি আড়ং বেকারি নামে এক প্রতিষ্ঠানে চাকরি করতেন। অপহরণকারীর কাছ থেকে শিশুর পিতা এক লাখ টাকা ধার নেন ব্যক্তিগত প্রয়োজনে। এই টাকা ফেরত না পেয়ে তাদের শিশুকে অপহরণ করেন শরীফ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘কোতোয়ালি থানা পুলিশের নিয়মিত টহল চলছিল। রেলস্টেশন এলাকায় শিশুসহ এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে জানতে পারি পাওনা টাকা না পেয়ে তার নিকটাত্মীয়ের এক শিশুকে নিয়ে আসেন তিনি।’
তিনি আরও বলেন, ‘শিশুটির মা-বাবা থানায় এসে শিশুটিকে নিয়ে যান। পাশাপাশি শিশুটির মা রিনা আক্তার বাদী হয়ে আসামির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com