অপরূপ দৃষ্টিনন্দন বেতাগী মডেল মসজিদ !

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

বরগুনার বেতাগী উপজেলার দেড়লাখ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন দ্বিতল অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন বেতাগী মডেল মসজিদ। গত বছরের ১৭ এপ্রিল গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দৃষ্টিনন্দন ধর্মীয় এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্বোধনের ৭ মাস ১৬ দিন পরর গত ১ ডিসেম্বর মসজিদটিতে আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু হয়েছে।
বেতাগী পৌরসভার প্রানকেন্দ্রে উপজেলা পরিষদ অফিস সংলগ্ন এলাকায় নান্দনিক এই মসজিদের নির্মাণ করা হয়েছে।

জানা যায়, ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই মডেল মসজিদে থাকছে এক সাথে ৮ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থার পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। নারী ও পুরুষের জন্য পৃথক অজুর স্থান, লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র। আরও থাকছে শিশু শিক্ষা, হজযাত্রীদের নিবন্ধনকেন্দ্র ও ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়াও মসজিদের আন্ডারগ্রাউন্ডে রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা।
ধর্মনুরাগীদের পাশাপাশি এই মসজিদ নির্মাণে আনন্দিত ও উৎসাহিত সর্বস্তরের মানুষ। এমনই একাধিক ব্যক্তি বলেন, এই রকম একটি মসজিদ এখানে নির্মিত হবে এটা ভাবাও যায়নি।
তবে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এতো সুন্দর মসজিদ তৈরির আনন্দে বুকটা ভরে আসছে।
মসজিদের সন্মূখভাগেই রয়েছে দৃষ্টিনন্দন উপজেলা পরিষদ পুকুর। সন্ধ্যার পরে বিদ্যুতের  আলোকসজ্জায় মসজিদের প্রতিচ্ছবি যখন পুকুরের  পানিতে ভেসে ওঠে তখন এক অপরূপ দৃশ্যে ধর্মপ্রাণ মুসলিম ভক্তদের মনে আনন্দে ভরে ওঠে। মডেল মসজিদে নামাজ পড়তে আসা আব্দুস সোবাহান বলেন,’মসজিদের  রাতের অপরূপ দৃশ্য মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যকে আরো আকৃষ্ট করেছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান বলেন, ২০২০ সালে উপজেলা পরিষদের জমিতে এ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে যথা সময় কাজ সম্পন্ন করতে পেরেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সরকারি অর্থায়নে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এটা একটি অনন্য ও সাহসী উদ্যোগ। যা যুগ যুগ ধরে মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে।’