অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য ইমামদের প্রতি আহবান ডিআইজির

:
: ৭ years ago
অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য ইমামদের প্রতি আহবান-শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক ॥

অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্যও ইমাম সমাজের প্রতি আহবান জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের কাশিপুরস্থ ইসলামিক ফাউন্ডেশনের আঞ্চলিক ইমাম প্রশিক্ষন একাডেমির নিজস্ব মিলানায়তনে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সাহেবদের সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এসময় তিনি তার বক্তব্যে জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে ইমাম সম্প্রদায়ের ভুমিকার বিষয় নিয়ে ব্যখ্যা করেন। পাশাপাশি সুন্দর সমাজ গঠনে তাদের সহযোগিতা কামনা করেন।  মসজিদে খুতবার সময় মাদক ও জংগিবাদের কুফল, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ঈভটিজিং ইত্যাদি বিষয়ে আলোকপাত করার জন্য ডিআইজি  ইমামদের প্রতি আহবান জানান।

৯১১ তম ব্যাচের ৪৫ দিন ব্যাপী নিয়মিত প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরনকালে আরো উপস্থিত ছিলেন ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আবুল কাশেম মজুমদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের আঞ্চলিক ইমাম প্রশিক্ষন একাডেমির উপ-পরিচালক মোর্তজা রেজা হারুন।

 ডিআইজি মোঃ শফিকুল ইসলাম

 ডিআইজি মোঃ শফিকুল ইসলাম