#

পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ- খুলনা জেলার দাকোপ উপজেলায় পানখালি ইউনিয়নে চমক বহুমুখী মহিলা সমবায় সমিতির প্রশিক্ষণ কেন্দ্রে গত ১৭-১৮ জুন ২০১৯ তারিখে অপরাজিতা – নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাষন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এস ডি সি) ও হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে ও রুপান্তর এর সহযোগীতায় আয়োজিত প্রশিক্ষণে অপরাজিতা কি, অপরাজিতা এর উদ্দেশ্য, রাজনৈতিক ক্ষমতায়ন, সুশাসন ও স্থানীয় সরকার কাঠামোতে নারীর অংশগ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।

পানখালী ও তিলডাংগা ইউনিয়ন এর অপরাজিতা নেত্রীদের সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণে ইউ পি সংরক্ষিত সদস্য কোহিনুর বেগম, শাহিনুর বেগম, দিপ্তী ঢালী, কল্পনা রায়, কনিকা গোলদার সহ অন্য অপরাজিতা নেত্রীরা অংশগ্রহন করেন। প্রশিক্ষণে সহায়ক এর দায়িত্ব পালন করেন রূপান্তরের cluster capacity training co-ordinator রাবেয়া বসরী। প্রশিক্ষণটি পরিচালনা ও সার্বিক সহায়তা করেন রুপান্তরের অপরাজিতা -নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের দাকোপ উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন