প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০১৭, ৯:৫০ অপরাহ্ণ
অনুষ্কার জন্যই কোহলি

অনুষ্কার জন্যই বিরাট কোহলি এখন ধীরস্থির মানুষ হয়ে উঠছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন দাবি করেছেন ভারত অধিনায়ক।
একটি অনুষ্ঠানে এসে অনুষ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি প্রাক্তন সতীর্থ জাহিরের প্রশংসা করেন কোহলি। অনুষ্কার জন্যই কোহলি এখন ধীরস্থির মানুষ হয়ে উঠছেন বলে দাবি করেছেন ভারত অধিনায়ক। কোহলিকে বলতে শোনা গেছে, একটা সময়ে অনুষ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন জাহির। তার সঙ্গে অনুষ্কার সম্পর্কের নেপথ্যে বড় ভূমিকা ছিল জাহিরের।
ভারত অধিনায়ক জানান, সম্পর্কের কথা নিয়ে তিনি প্রথমে তার আইপিএল সতীর্থের সঙ্গেই কথা বলেছিলেন। সেই সময়ে জাহির তাকে সম্পর্কের কথা না লুকনোর পরামর্শ দিয়েছিলেন। বিরাট জানিয়েছেন, জাহির আমাকে বলেছিল, তুমি যদি এটা লুকাও, তাহলে তোমার ওপরই চাপসৃষ্টি হবে। তুমি একটা সম্পর্কে রয়েছ, কোনো ভুল করোনি। কোহলি স্বীকার করেন, জাহির তাকে সঠিক পরামর্শ দিয়েছিলেন। তিনি ওই পরামর্শ পালন করে এসেছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com