সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতার দিনে ব্রাজিলের দুশ্চিন্তা ছিল নেইমারকে নিয়ে। ম্যাচে রেকর্ড ১০ বার ট্যাকলের শিকার হন তিনি। ফুলে যায় তার ইনজুরি পাওয়া পায়ের পাতা। আর এ কারণে গত মঙ্গলবার অনুশীলন করেননি নেইমার। তবে এক দিনবাদেই আবার অনুশীলনে ফিরেছেন তিনি। কোস্তারিকার বিপক্ষে আগামী শুক্রবার মাঠে নামবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ব্রাজিল তারকা কৌতিনহো নিশ্চিত করেন যে, নেইমার পায়ের পাতায় ব্যথা অনুভব করছেন। তবে তার আাগামী ম্যাচে মাঠে নামকে কোন বাঁধা নেই। ব্রাজিল ফুটবল কনফেডারেশন ব্রাজিলের সেরা তারকার অনুশীলনে ফেরার খবর দিয়েছেন টুইটারে।
কনফেডারেশন থেকে জানানো হয়, ‘নেইমার বুধবার সোচিতে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছে।’ এছাড়া ভক্তদের আশ্বস্ত করছে তার অনুশীলনের একটি ভিডিও দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ‘বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি চলছে বলে ক্যাপশনও দেওয়া হয়েছে। এছাড়া ব্রাজিল কোস্তারিকার পর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে।