প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২০, ৪:১৮ অপরাহ্ণ
অনুমিত না নিয়ে ১১ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জবি শিক্ষক
অমৃত রায়, জবি প্রতিনিধি :: মঞ্জুরকৃত শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) প্রশাসন।সূত্রে জানা যায় জবি রসায়ন বিভাগের শিক্ষক মো:নাজমুল হাসান ভূইয়াকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে Ph.D করার জন্য ১৬/০৭/২০১৩ থেকে ১৫/০৭/২০১৭ সাল পর্যন্ত সবেতনে ছুটি মঞ্জুর করা হয় এর পর বিভিন্ন মেয়াদে ৩১/১২/২০১৯ পর্যন্ত বিনাবেতন শিক্ষা ছুটি মঞ্জুর করা হয় ।
এই শিক্ষা ছুটি শেষে ০১/০১/২০২০ তারিখ থেকে ওই শিক্ষকের কর্মস্থল যোগদানের কথা কিন্তু তিনি ১১ মাস যাবত কর্মস্থলে যোগদান না করে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ।এই বিষয়ে জবি রেজিস্টার প্রকৌশলী মো:ওহিদুজ্জামান বলেন-ছুটি না নিয়ে বিভাগে অনুপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধির পরিপন্থী এবং অসাদাচরনের শামিল ।ঐ শিক্ষকে আমরা শোকজ নোটিশ দিয়েছি উনার জবাব পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত এ বিষয়ে জানতে ঐ শিক্ষককে একাধিকবার ইমেইল করা হলে ও তিনি প্রতিবেদকের ইমেইলের উত্তর দেন নি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com