অনুমতি না নেয়ায় সহকারী পুলিশ সুপারকে শোকজ

:
: ৭ years ago

কুষ্টিয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া মালখানা পরিদর্শন করায় সহকারী পুলিশ সুপার, কুষ্টিয়া সদর (হেড কোয়ার্টার) মো. শহিদুল্লাহকে শোকজ করেছেন আদালত। তাকে তিন কার্যদিবসের মধ্যে ওই শোকজ নোটিশের জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) শোকজের জবাব প্রদানের শেষ দিন ধার্য রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার, কুষ্টিয়া সদর (হেড কোয়ার্টার) শহিদুল্লাহ গত ২ ডিসেম্বর ম্যাজিস্ট্রেটের অনুমতি না নিয়েই কুষ্টিয়া কোর্টের মালখানা পরিদর্শন করেন। নিয়মানুযায়ী মালখানা পরিদর্শন করতে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা পরিদর্শনের জন্য আদালতের কোনো অনুমতি নেননি। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বিকেলে মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএম মোর্শেদ তাকে শোকজ করেন।

তবে সহকারী পুলিশ সুপার শহিদুল্লাহ শোকজ নোটিশের বিষয়ে এখনও অবগত নন বলে দাবি করে জানান, ডিআইজির নির্দেশনা রয়েছে প্রতি মাসে মালখানা পরিদর্শন করার। সেই নির্দেশনা পালনের জন্যই তিনি ওইদিন মালখানা পরিদর্শন করেছেন।