‘অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান নয়’-ডিএমপি

লেখক:
প্রকাশ: ৮ years ago

রাজধানীতে উন্মুক্ত স্থান, বাড়ির প্রাঙ্গণ বা ছাদে কিংবা সাধারণ মানুষের বসবাস করে এমন কোনো স্থানে গান ও উচ্চ শব্দে অনুষ্ঠান না করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দুপুরে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক বার্তায় এসব কথা জানান।

বার্তায় বলা হয়, ডিএমপির অনুমতি ছাড়া উন্মুক্ত স্থান, বাড়ির প্রাঙ্গণ বা ছাদে মাইক্রোফোন, লাউড স্পিকার বা উচ্চ মাত্রার মিউজিক জোরদার করার ব্যবহৃত যন্ত্র বাজিয়ে অথবা কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান, শান্তিপূর্ণ বসবাসে বিঘ্ন সৃষ্টি করে এমন কাজ করা যাবে না। ঢাকা মহানগরীর সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে ঢাকা মহানগরী অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৭ ও ৩১ ধারা অনুযায়ী এ অনুরোধ জানানো হয়।

গত ১৮ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গানের প্রতিবাদ করায় নাজমুল হক নামে এক ব্যক্তিতে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয়নির্বাচন বার্তাপ্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago