ঢাকাই সিনেমার তারকা অনন্ত জলিল এখন ধর্মচর্চায় ব্যস্ত রয়েছেন। গেলো সপ্তাহে তিন দিনের তাবলিগ জামায়াতে অংশ নিয়েছেন। এ সময় তিনি নারায়াণগঞ্জের ফতুল্লার আল আকসা মসজিদে অবস্থান করেছেন। এর আগে ঢাকার ধানমন্ডিতেও তিনি তাবলিগ জামায়াতে অংশ নিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন।
এদিকে অনন্ত জলিলের ধর্মচর্চা নিয়ে ফেসবুকে শুরু হয়েছে নানারকম বিতর্ক। আজ শনিবার সকালে ‘ফাযায়েলে আমাল’ পড়ছেন এমন একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। সেখানে নেতিবাচক মন্তব্যই পড়ছে বেশি। রায়হান খান জুমন লিখেছেন, ‘ধর্মচর্চা নাকি ফটোসেশন?’
সৈয়দ নজরুল ইসলাম সাইমুন মন্তব্য করেন, ‘কত দেখানো রং তামাশা দেখবো কালে কালে। ধর্ম একটা ভাবগাম্ভীর্যের বিষয়, সস্তা কিছু নয় তোমরা যেভাবে লোক দেখানো সস্তা বানাচ্ছো। ধর্মচর্চা সিনেমার শুটিং নয়রে পাগলা।’
অনেকে নেতিবাচক মন্তব্যের বিপরীতে অবস্থান নিয়েছেন। যেমন; ফজলে মাহমুদ লিখেছেন, ‘কমেন্টগুলো পড়ে বুঝলাম যে আমাদের দেশের মানুষের মন মানসিকতা কত নোংরা। একটা লোক পরিবর্তন সবে মাত্র শুরু করেছে, অথচ নেতিবাচক কমেন্ট বেড়েই চলছে। বাংলাদেশি জাতি হিসাবে আমরা কতটা নিকৃষ্ট কমেন্টগুলোই তার প্রমাণ।’
এদিকে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ইসলামের দাওয়াত দিচ্ছেন অনন্ত জলিল। নিজের ফেসবুকে কিছু ছবি শেয়ার করে গতকাল লিখেন, ‘মাল্টিন্যাশনাল কোম্পানীতে বিজনেস মিটিং শেষে কর্মকর্তা-কর্মচারী সকল ভাই-বোনদেরকে পি এ সিস্টেমে ইসলামের দাওয়াত দিলাম।’
২০১০ সালে ঢাকাই ছবিতে পা রাখেন অনন্ত জলিল। তার অভিনীত ছবি হলো- খোঁজ দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু ও নিঃস্বার্থ ভালোবাসা। এছাড়া বছর দুয়েক আগে দ্য স্পাই ও সৈনিক নামের দুটি ছবি নির্মাণের ঘোষণা দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com