গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও এবার সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় সকালে রামাল্লাতে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান শুরু করেছে জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
শুধু অভিযানের কারণেই নয়, চলমান অবরোধের কারণেও এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবরোধের কারণে স্থানীয় ফিলিস্তিনিরা এলাকা ছাড়তে পারছেন না। অঞ্চলটির মধ্যে ভ্রমণও সীমিত করেছে ইসরায়েল।
এ অঞ্চলের ফিলিস্তিনিদেরকে অন্যান্য ফিলিস্তিনি এলাকা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এসব কারণে পশ্চিম তীরে উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com