অধরা শিরোপার খোঁজে মিরাজ

লেখক:
প্রকাশ: ২ years ago

মেহেদী হাসান মিরাজ পাঁচ আসর হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন। কিন্তু শিরোপার স্বাদ পাননি একবারও। ব‌্যাট-বলে অলরাউন্ড পারফরম‌্যান্সে উজ্জ্বল মিরাজ। তবুও মেলেনি শিরোপার ছোঁয়া।

দুইবার ফাইনাল খেলার রেকর্ডও আছে। খুব কাছে গিয়েও মিলেছে একরাশ হতাশা। এবার সেই হতাশা কাটাতে চান স্পিন অলরাউন্ডার। তার নতুন ঠিকানা ফরচুন বরিশাল। যে দলে মিরাজের সঙ্গী সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদসহ একাধিক তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। সবাইকে নিয়ে নিজের শিরোপা খরা কাটাতে চান মিরাজ।

 

মিরপুরে আজ দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেছেন তিনি। অনুশীলনের পর গণমাধ‌্যমে বলেছেন, ‘আমাদের দলটা খুবই ভালো হয়েছে। আমাদের দলে সাকিব ভাই আছেন। শেষ বছরও খেলেছেন। রিয়াদ ভাই আছেন। আমি আছি। ইবাদত আছে। খালেদ আছে। জাতীয় দলের প্রায় অনেক খেলোয়াড় আছে। আশা রাখছি অবশ‌্যই চ‌্যাম্পিয়ন হবো। বিপিএলে যতদিন খেলেছি…এই নিয়ে ছয়বার খেলবো। দুইবার ফাইনাল খেলেছি। একবারও চ‌্যাম্পিয়ন হতে পারিনি। চ‌্যাম্পিয়নের স্বাদ একবারও নিতে পারিনি। আশা করছি এবার চ‌্যাম্পিয়ন হবো।’

বিপিএলে মিরাজকে ওপেনিংয়ে ব‌্যাটিং করতে দেখা যেতে পারে। এর আগেও তাকে দেখা গিয়েছিল ওপেনিংয়ে। জাতীয় দলের হয়েও ইনিংস উদ্বোধন করেছেন। দলের পরিকল্পনা অনুযায়ী বরিশালের জার্সিতে ওপেনিংয়ে সুযোগ পেলে লুফে নেবেন মিরাজ, ‘অবশ‌্যই টিম ম‌্যানেজমেন্ট এটা সিদ্ধান্ত নেবে (ওপেনিং) । এখনো সময় বাকি আছে। টিম ম‌্যানেজমেন্টের সিদ্ধান্ত আসবে কোন জায়গায় ব‌্যাটিং করবো। আমি চাইবো যে ওপরে ব‌্যাটিং করার জন‌্য নিজে থেকে। তারাও আত্মবিশ্বাসী আছে।’

বিপিএল শুরু হচ্ছে ডিআরএস ছাড়া। গত আসরের শুরুতে সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ডিআরএস না থাকায় ক্ষোভ ঝেরেছিলেন। মিরাজ অবশ‌্য আয়োজক বিসিবিকে নিয়ে কোনো কিছু বলতে পারেননি। চুক্তিভিত্তিক ক্রিকেটার হওয়ায় চাইলেও বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারেন না। তবে এর প্রয়োজনীয়তা উঠে এলো তার কণ্ঠে, ‘এটা হলে তো সবার জন‌্য ভালো হয়। খেলোয়াড়ের জন‌্য ভালো হয়।’