জাকারিয়া আলম দিপুঃ ২০জন পুলিশ সুপারকে (এসপি) পদোন্নতি দেয়া হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের এই ২০ জনকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে সম্প্রতি পদোন্নতি দেয়া হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান খান এর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পায়।
রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতিপ্রাপ্তদের পদায়ন বা বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান খান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় আজ মঙ্গলবার আমতলা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার ফুলেল শুভেচ্ছা জানান ।
এসময়ে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি জনাব মোকতার হোসেন বিপিএম-সেবা ,উপ-পুলিশ কমিশনার (ডিবি) বিএমপি জনাব জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিএম) বিএমপি জনাব রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার) সদর দপ্তর বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বিএমপি জনাব নূরুল ইসলাম পিপিএম ,সহ অন্যান্য বরিশাল মেট্র্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।