অটোরিকশায় ইউএনওর গাড়ির ধাক্কা, আহত ৮

লেখক:
প্রকাশ: ২ years ago

কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলব আক্তারের সরকারি গাড়ির ধাক্কায় অটোরিকশার সাত যাত্রীসহ ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে, দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ইউএনওর গাড়ি। এসময় অটোরিকশায় থাকা সাতজন ও ইউএনওর গাড়িতে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনছার আলী আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে, দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।