অচিরেই বৃষ্টির সম্ভাবনা নেই

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

সোমবার দেশের কোনো বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ ছাড়া, সব অঞ্চলেই শুষ্ক আবহাওয়া থাকবে। দিন ও রাতে এই আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 

সোমবার (১৬ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোনও বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ ছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আরহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

সোমবার ঢাকাসহ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের কোথাও বৃষ্টি হয়নি। রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফরিদপুর, খুলনা, মোংলায় ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে চলবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৯১ শতাংশ।