অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হল সিরাক বাংলাদেশ বরিশাল বিভাগের

লেখক:
প্রকাশ: ৬ years ago

শাওন অরন্য। । সিরাক বাংলাদেশর বরিশাল বিভাগ এর অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হল আজ।

পরিচয় পর্বের মাধ্যমে মাসিক সভা শুরু হয়। মাসিক সভা পরিচালনা করেন বরিশাল এর ফোকাল পারসন লামিয়া ইসলাম। সংগঠনে যুক্ত হওয়ার জন্য নতুন সদস্যদের স্বাগতম জানানো হয়।

মাসিক সভার বিষয়গুলি ছিল

# পরিচয় পর্ব।

# নতুন সদস্যদের কাজের ব্যাপারে ধারণা প্রদান।

# আগামী প্রোজেক্ট এর বিষয় নির্বাচন।

বরিশাল বিভাগের ফোকাল পারসন লামিয়া ইসলাম বলেন, নতুন কিছু আইডিয়া জেনারেট করা হয়েছে এবার। এই আইডিয়া গুলি বাস্তবায়নের মাধ্যমে বরিশাল কে তিনি এগিয়ে নিয়ে যেতে চান।

মাসিক সভায় উপস্থিত ছিলেন ফোকাল পারসন লামিয়া ইসলাম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুমা আক্তার, ফায়াজ, মোঃ জান্নাতুল নাঈম (অন্তু), মোঃ ফয়সাল, মোঃআসাদুল্লাহ আসাদ, জুবায়ের,উম্মে হাফসানা, খালিদ, সুমাইয়া সুমা এবং শাওন অরন্য।

মাসিক সভাটি বিকাল ৪ঃ১৫ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ০৫ঃ৩০ মিনিটে শেষ হয়।

ছবিঃ শাওন অরন্য।
Shawon Aronno