 
                                            
                                                                                            
                                        
মার্কিন মিডিয়া মোঘল রুপার্ট মারডক ৯৩ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ে করেছেন। নিজের বয়সের চেয়ে এক চতুর্থাংশ ছোট অবসরপ্রাপ্ত আণবিক জীববিজ্ঞানীকে তিনি শনিবার বিয়ে করেছেন।
৬৭ বছর বয়সী এলেনা জুকোভাকে ক্যালিফোর্নিয়ায় নিজের বাগানবাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন মারডক।
মারডকের মালিকানাধীন ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, নবদম্পতি হাসছেন। এসময় মারডকের পরনে ছিল কালো স্যুট ও হলুদ টাই এবং এলেনার পরনে ছিল সাদা গাউন।
মারডক এর আগে চারবার বিয়ে করেছেন। সম্প্রতি মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি। ২০১৪ সালে উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকের সঙ্গে বিচ্ছেদ ঘটান মারডক। এই দম্পতির দুটি কন্যা সন্তান আছে। ১৯৯৯ সালে দ্বিতীয় স্ত্রী স্কটিশ সাংবাদিক আনা মারডক মানের সঙ্গে বিচ্ছেদ ঘটে। প্রথম স্ত্রী প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে মারডকের বিচ্ছেদ ঘটে ১৯৬৬ সালে।