৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সর্বমোট প্রার্থী ছিলো ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন। এর মধ্যে আজকের পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৮৮ হাজার ৮৪৩ জন। হিসাব অনুযায়ী ৮৩ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ইংরেজি ভার্সনে ১ হাজার ৪৮৬ জন প্রার্থীর আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ৮৬৩ জন।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. মোহাম্মদ সাদিক বলেন, আল্লাহর রহমতে পরীক্ষা অনেক ভালো হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। সারাদেশে দু-একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া সব কিছু স্বাভাবিক রয়েছে। শুধু চট্টগ্রামে বহিষ্কার হয়েছে দুজন।
তারা পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশের চেষ্টা করেছিল। এছাড়া সারাদেশে মোট ১৪ জনকে বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, ২৪টি ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।