 
                                            
                                                                                            
                                        
বরিশালে একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায় ও দুস্থ ২১টি পরিবারকে ১৮ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছে সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের এ্যানেক্স ভবনে এক অনুষ্ঠানে এই অর্থ সহায়তার চেক তুলে দেন বিসিসির বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ।
বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নগরীর পূর্ব চহঠা কেন্দ্রীয় জামে মসজিদে তিন লাখ টাকাসহ অসহায় ও দুস্থ পরিবারের মোট ২১ জনের মাঝে মোট ১৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।