পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ শতাংশের সম্পদের সমপরিমাণ অর্থ রয়েছে মাত্র ২ হাজার ১৫৩ জন ধনীর হাতে। তারা ৪৬০ কোটির বেশি গরিবের সম্পদ নিয়ন্ত্রণে রেখেছিলেন।
একই সময়ে বিশ্ব অর্থনীতিতে নারী ও তরুণীদের অবৈতনিক বা একেবারেই নগণ্য মজুরির কাজের অবদান ছিল প্রযুক্তি খাতের মোট অবদানের প্রায় তিন গুণ। গতকাল নাইরোবিভিত্তিক অলাভজনক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের দাভোসে রাজনৈতিক ও ব্যাবসায়িক নেতাদের বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের আগে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। ‘টাইম টু কেয়ার’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারীরা কোনো ধরনের পারিশ্রমিক বা স্বীকৃতি ছাড়াই প্রতিদিন মোট ১ হাজার ২৫০ কোটি ঘণ্টা কাজ করেন।
ভারতের ৬৩ জন ধনকুবেরের কাছে যা সম্পদ রয়েছে, তা দেশের ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটের অঙ্কের চেয়ে বেশি। শুধু তাই নয়, ভারতের ১ শতাংশ সবচেয়ে বিত্তশালী নাগরিকের সম্পদ দেশের দরিদ্রতম ৯৫ কোটি ৩০ লাখেরও বেশি মানুষের মোট অর্থের চার গুণেরও বেশি।
অক্সফামের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবর্ষে বাজেটে বরাদ্দ হয়েছিল ২৪ লাখ ৪২ হাজার ২০০ কোটি রুপি। -রয়টার্স ও এনডিটিভি