১১২ বছর পর এক ঘণ্টায় দুই হ্যাটট্রিক

লেখক:
প্রকাশ: ৭ years ago

অনেকে বলেন, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, মজার খেলা। তেমনি একটি মজার ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। দেশটির দুই বোলার এক ঘণ্টায় দুটি হ্যাটট্রিক করেছেন। তাও আবার এক ওভারে না, দুই ওভার মিলিয়ে। আর নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ১১২ বছরে এমন ঘটনা আর ঘটেনি।

খেলাটি ছিল নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ প্লাঙ্কেট শেফিল্ডের। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট এটি। হ্যাট্রিককারী ক্রিকেটারদের একজন ওয়ালিংটনের হয়ে খেলা লোগান ভ্যান বিক এবং অন্যজন অকল্যান্ডের ম্যাট ম্যাকইভান। দু’জনই আবার একই স্কুলের শিক্ষার্থী।

এই দুজনের হ্যাটট্রিক প্লাঙ্কেট শেফিল্ডের ৪০ এবং ৪১তম হ্যাটট্রিক হিসেবে রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে ভ্যান বিকের নাম প্রথমে রেকর্ড করা হয়। তিনি তার চতুর্থ ও ষষ্ঠ ওভারে হ্যাটট্রিক করেন। আর ম্যাকইভান তার ২৬ ও ২৮তম ওভারে হ্যাটট্রিক করেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে প্লাঙ্কেট শেফিল্ডের ১১২ বছরের ইতিহাসে এত কম সময়ে দুটো হ্যাটট্রিকের ঘটনা আর নেই।