বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বিএনপি ক্যাডার আলী আহম্মদ ওরফে আলী কারী গতকাল রাতে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে হিজলা থানা পুলিশ। আজ তাকে আদালতে তোলা হলে তার পক্ষের উকিল হয়ে কোর্টে দারান বরিশাল মহানগর আঃ সহ-সভাপতি এ্যাডঃ আফজালুল করিম ও বরিশাল জেলা আঃ লীগের এক প্রভাবশালী নেতা। এনিয়ে হিজলাতে চলছে তুমুল আলোচনা সমালোচনা। আঃলীগের মধ্যে তৈরি হয়েছে মিশ্রপ্রতিক্রীয়া।
হিজলা থানা পুলিশ জানায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়েরকরা চাঁদাবাজি মামলায় তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হলে আফজাল উকিল ও বরিশালের একজন প্রভাবশালী আইনজীবী তার পক্ষে জামিন আবেদন করলে তা আদালত মঞ্জুর করেন। এখবর হিজলা আসলে সাধারন মানুষ হতবাগ হয়ে বলেন, বিএনপি ক্যাডার আলী কারী ২০০১-২০০৬ সালে বিএনপি জামাতের ক্ষমতা ব্যবহার করে অনেক অত্যাচার নির্যাতন চালান সারা হিজলায়। আঃলীগ ক্ষমতায় আসার পরও হিজলার এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তার সবরকম অপকর্ম চালিয়ে আসছিল। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নির্মান কাজে বাদা দিয়ে চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধান চাঁদাবাজি মামলা দায়ের করেন।