 
                                            
                                                                                            
                                        
ফুটবলের জীবন্ত কিংবদন্তি কালোমানিক পেলে শারীরিক সমস্যা নিয়ে গত মঙ্গলবার সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি হন।
সোমবার কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচটি হাসপাতালের বেডে থেকেই টেলিভিশনে উপভোগ করেছেন পেলে।
ম্যাচে কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় ব্রাজিল। দলের দুরন্ত পারফরম্যান্স পেলেকে মানসিকভাবে অনেকটাই স্বস্তি দিয়েছে।
কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করতে থাকা ফুটবলের অন্যতম সেরা এই কিংবদন্তি নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলের খেলা উপভোগের খবরটি দিয়েছেন। ম্যাচ শুরুর আগে তিনি দলের উদ্দেশে বলেছেন- আমি তোমাদের প্রত্যেকের সাথেই আছি।
প্রসঙ্গত, ব্রাজিলের জার্সি গায়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের তিনটি বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ছিলেন পেলে। মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে সুইডেনের স্টোকহোমে বিশ্বকাপ জয়ের একটি রঙিন ফটো পেলে কাল পোস্ট করেছেন।