 
                                            
                                                                                            
                                        
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যায় রয়েছেন তিনি।
তাজিন আহমেদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান।
তিনি বলেন, ‘হার্ট অ্যাটাক হয়েছে দুপুর ১২টায়। কিন্তু আমরা বেলা তিনটার দিকে খবরটি পেয়েছি। হাসপাতালের দিকে যাচ্ছি। তাজিনের আত্মীয়দের খবর দেয়া হয়েছে।’