হাতিরঝিল ও রমনায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় রাজধানীর হাতিরঝিল ও রমনা থানা এলাকার ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠানগুলো হলো- বি বাড়িয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি, বি ফার্মা, এবি ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর এবং দুটি হোটেল।

রোববার রাজধানীর হাতিরঝিল ও রমনা এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে বি বাড়িয়া বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা, বি ফার্মাকে ৫১ ধারায় ৬ হাজার টাকা, এবি ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরকে ৩৭ ধারায় ২০ হাজার টাকা। এছাড়া দুইটি হোটেলকে ৪৩ ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এ সময় সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।

অভিযান চলাকালে উপস্থিত উৎসুক জনতা এবং সাধারণ ভোক্তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা সম্পর্কে আলোকপাত করা হয়।