 হাতিরঝিল ব্রিজ
                                            
                                                হাতিরঝিল ব্রিজ                                            
                                        
রাজধানীর বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচে পড়ে দুইজন আহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেট কার নিচে পড়ে যায়। খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি। শুধু গাড়িটি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।