গাজীপুরের শ্রীপুরে আবু সাঈদ (২৩) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের এক সেলুনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সাঈদ নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর (ফুলপুর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মাওনা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার আলামিন সরকার বাবুলের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
অভিযুক্তের নাম খলিল। তিনি সেলুনে কাজ করতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম আবু সাঈদ ও অভিযুক্ত খলিল একে অপরের বন্ধু ছিলেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় খলিলের বাসায় আসা-যাওয়া ছিল সাঈদের। একপর্যায়ে খলিল সন্দেহ করেন, তার স্ত্রীর সঙ্গে আবু সাঈদের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছে। এর জেরে বুধবার রাতে আবু সাঈদকে সেলুনের ভেতরে ডেকে গলা কেটে হত্যার পর পালিয়ে যান খলিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত খলিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।